childhood married

Name: SUPARNA SINGHA

Email: suparna_singha1986@rediffmail.com

Mobile: 9153893812

বাল্য বিবাহ নিষিদ্ধ করন আইন , ২০০৬ ঃ-
বাল্য বিবাহ মানে যে বিবাহে পাত্রের বয়স ২১ বছর এবং পাত্রীর বয়স ১৮ বছর পূর্ন হয়নি ।
• যদি পাত্র পাত্রীর মধ্যে একজনের বয়স আইন মাফিক না হয় ।
বাল্য বিবাহ বাতিল ঃ-
এই আইন পাশ হওয়ার আগে বা পরে যদি বাল্য বিবাহ ঘটে তা হলে বিয়ের সময় পাত্র বা পাত্রীর যার বয়স যথাক্রমে ২১ বছর ১৮ বছর কম ছিল তার ওই বিয়ে বাতিল করার ইচ্ছা মূলক আধিকার থাকবে ।
বিয়ে বাতিল করার আবেদন জেলা আদালতে করা যাবে এবং ঐ আদালত বিয়ে বাতিল করার সময় উভয় পক্ষের বাবা-মা , আভিভাবকদের বিয়ে উপলক্ষে যে টাকা, গয়না প্ত্র, আন্যান্য দামি উপহার দেওয়া – নেওয়া হয়েছিল , সে গুলি অথবা তার সমান মুল্যের অর্থ ফেরৎ দেওয়ার নির্দেশ দেবেন।
বাল্যবিবাহের সন্তান সম্পর্কিত ঃ-
বাল্য বিবাহের ফলে সন্তানের জন্ম হলে সে খোরপোষ পেতে পারে । ঐ সন্তান সর্বত ভাবে বৈধ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *